Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

শ্রীবরদীতে ধর্ষণ মামলার প্রধান আসামি কারাগারে

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২১, ১১:৫৫ এএম


শ্রীবরদীতে ধর্ষণ মামলার প্রধান আসামি কারাগারে

শেরপুরের শ্রীবরদীতে ধর্ষণের ফলে অন্ত:স্বত্ত্বা মামলার প্রধান আসামি আ: হাকিম ওরফে ভূসিকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আ: হাকিম ওরফে ভূসি শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: শরিফুল ইসলাম খানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন। আ: হাকিম ওরফে ভূসি (৫০) পুরান শ্রীবরদী গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে। 

গত ১১ সেপ্টেম্বর ধর্ষণের শিকার শিক্ষার্থীর পিতা বাদী হয়ে আ: হাকিম ওরফে ভূসিকে প্রধান ও দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪-৫জনকে আসামি দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন। 

আ: হাকিম ওরফে ভূসিকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, পুলিশি তৎপরতা ও অভিযানের কারণে ভূসি মঙ্গলবার সকালে আদালতে আত্মসমর্থন করেন। আদালতের মাধ্যমে ভূসিকে পুলিশ রিমান্ডে এনে ডিএনএ সহ পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

আমারসংবাদ/কেএস