Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

হাতিয়াতে নৌকার প্রার্থী সহ ৫ চেয়ারম‍্যান প্রার্থীর ভোট বর্জন

সেপ্টেম্বর ২০, ২০২১, ০৭:০০ এএম


হাতিয়াতে নৌকার প্রার্থী সহ ৫ চেয়ারম‍্যান প্রার্থীর ভোট বর্জন

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

নির্বাচনে কেন্দ্র, জাল ভোট, প্রার্থীদের এজেন্টকে মারধরের অভিযোগ দুইজন নৌকার প্রার্থী সহ ৫ জন চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের খবর পাওয়া যায়।

৫ জন প্রার্থীরা হলো-৯নং বুড়ির চর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী জিয়া আলী মোবারক কল্লোল, ১০ জাহাজমারা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী এটি এম সিরাজ উদ্দিন, ৫নং চর ইশ্বর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের আব্দুল হালিম আজাদ, ৮ নং সোনাদিয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মটরসাইকেল প্রতীকের নুরুল ইসলাম মালেশিয়া, ১১নং নিঝুমদ্বীপ ইউনিয়নের আ:লীগের বিদ্রোহী প্রার্থী মটরসাইকেল প্রতীককের মেহেরাজ উদ্দিন ভোট বর্জন করেন।

হাতিয়াতে ৮৬টি কেন্দ্রে ১লাখ ৬৮ হাজার ৫৫৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৭টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৩৩জন, পুরুষ সদস্য পদে ২৯৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৮ জন প্রতিদন্দ্বিতা করছেন। 

নির্বাচনকে সুষ্ঠু করতে ১৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৬৭৫জন পুলিশ, ১৪৬২জন আনসার, ৬ প্লাটুন কোস্টগার্ড, ২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৫টি টিম, আইনশৃঙ্খলা বাহিনীর ৭টি মোবাইল টিম ও ৩টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন।

এছাড়া সুবর্ণচরে ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দ্বিতা করছেন ২৭জন। পুরুষ সদস্য পদে ২০৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৬জন নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। ৬টি ইউনিয়নে ৫৬টি কেন্দ্রে ১লাখ ১৯ হাজার ৮১৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ উপজেলার ৬টি নির্বাচনী এলাকায় নিরাপত্তায় ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৫৫৭ জন পুলিশ, ৯৫২জন আনসার, ৬ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৮টি টিম, আইনশৃঙ্খলা বাহিনীর ৬টি মোবাইল ফোর্স ও ২টি স্ট্রাইকিং ফোর্স নির্বাচনী দায়িত্ব পালন করছেন।

আমারসংবাদ/এআই