Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

শ্রীবরদীতে বই কিনে না দেয়ায় কিশোরীর আত্মহত্যা

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২০, ২০২১, ১১:৩০ এএম


শ্রীবরদীতে বই কিনে না দেয়ায় কিশোরীর আত্মহত্যা

শেরপুরের শ্রীবরদীতে শাপলা (১১) নামে এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার কুড়িকাহনীয় ইউনিয়নের কাড়ারপাড় গ্রামে ঘটনাটি ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শাপলা একই গ্রামের ফালু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাপলা মায়ের গর্ভে থাকা অবস্থায় মা রেজিয়াকে তালাক দেয় ফালু। এরপর থেকে অন্যের বাসায় কাজ করে সংসার চালাতো রেজিয়া। শাপলা কাড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

১৯ সেপ্টেম্বর গাইড বই কেনার জন্য মায়ের কাছে টাকা চায়। কিন্তু টাকা না থাকায় গাইড বই কিনে দিতে অপরাগতা প্রকাশ করে। 

এছাড়াও অভাব অনটনের সংসারে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতো না। ধারণা করা হচ্ছে গাইড বই কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে বাড়ির পাশের কাঁঠাল গাছের ডালের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শাপলা। 

এ নিয়ে শ্রীবরদী থানার এসআই নাজমুল আমিন বলে, এঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। সোমবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর মর্গে প্রেরণ করা হয়েছে। 

আমারসংবাদ/এআই