মোঃ নাজমুল হুদা, লামা
সেপ্টেম্বর ২১, ২০২১, ১০:৫৫ এএম
বান্দরবানের লামার ফাইতংয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর ) সকালে ফাইতং ইউনিয়ন পরিষদে মিলনায়তনে এনজিও সংস্থা (গ্রাউস) এর উদ্যোগের আন্তর্জাতিক শান্তি দিবস ২০২১ইং উপলক্ষে "একটি ন্যায়সঙ্গত ও টেকসই বিশ্বের জন্য উত্তম পুনরুদ্ধার" জন্য র্যালী ও আলোচনা সভা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফাইতং ইউনিয়ন পরিষদে সম্মানিত চেয়ারম্যান জালাল উদ্দিন কোম্পানি।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, ফাইতং ইউনিয়ন একটি শান্তির সম্প্রীতির এলাকা। পাহাড়ি বাঙ্গালী সকল সম্প্রদায়ের বসবাস। আমরা সবাই ভাই ভাই। ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই স্লোগানটি রেখে আমার নির্বাচনী এলাকায় জনসাধারণের শান্তির সম্প্রীতির বন্ধন জন্য আমার যথাসাধ্য মত অতীতে ও কাজ করে এসেছি। বর্তমানে করে যাচ্ছি এবং ভবিষ্যৎতেও কাজ করে যাব। এই এলাকার সকল সম্প্রদায়ের মানুষ আমার পরিবারের লোকজন। তাদের নিরাপদ, শান্তি, সম্প্রীতির উন্নয়ন এবং সুখের দুখের কথা চিন্তা করা আমার দায়িত্ব ও কর্তব্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অত্র ইউনিয়নের নারী এম ইউপি সদস্য মিসেস হ্লাএছেন মারমা, ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন মিয়া,গ্রাউস এর প্রোগ্রাম ও প্রশিক্ষণ ব্যবস্থাপনাকারী কর্মকর্তা জেনেলিন বাপ্পি।
গ্রাউসের অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-লামা উপজেলা কমিউনিটি মোবিলাইজার, বাপ্পি চক্রবর্তী ও মেমা মার্মা প্রমূখ।