Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

চাঁপাইনবাবগঞ্জে শেষ হল তিন দিনের অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

সেপ্টেম্বর ২১, ২০২১, ১২:০০ পিএম


চাঁপাইনবাবগঞ্জে শেষ হল তিন দিনের অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ 

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এই প্রশিক্ষণ শেষ হয়। 

জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) এই প্রশিক্ষণের আয়োজন করে। সমাপনী দিনে বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন, পিআইবি’র মহাপরিাচলব একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি জাফর ওয়াজেদ। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। সভাপতিত্ব করেন, পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান। 

প্রথম দুইদিন প্রশিক্ষণ প্রদান করেন, বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক ও নিউইয়র্ক টাইমসের প্রদায়ক জুলফিকার আলি মানিক। শেষ দিনে প্রশিক্ষণ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক. প্রদীপ কুমার পান্ডে। 

এ ছাড়াও প্রশিক্ষণ দেন পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক শাহ আলম সৈকত। এই প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এ ছাড়া আজ ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে দিনব্যাপী এবং ২৩ সেপ্টেম্বর থেকে আরও ৩৫ জন সাংবাদিককে নিয়ে ৩ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ হবে। 

আমারসংবাদ/কেএস