Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সাইবার ট্রাইব্যুনালে ৭ জনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার মামলা 

বরিশাল প্রতিনিধি 

সেপ্টেম্বর ২১, ২০২১, ১২:৪৫ পিএম


সাইবার ট্রাইব্যুনালে ৭ জনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার মামলা 

বরিশালের সাইবার ট্রাইব্যুনালে ৭ জনকে আসামি করে বীর মুক্তিযোদ্ধা মোঃ মৌজে আলী খান একটি মামলা দায়ের করেছেন। মানহানির জন্য বিভ্রান্তিকর কাল্পনিক ও মিথ্যে তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশের জন্য তিনি এই মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা মৌজে আলী খান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে ওইদিন সকালে তার দায়ের করা মামলাটি আমলে নিয়ে বিমানবন্দর থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 

মামলার আসামিরা হলেন- নগরীর বাসিন্দা শামীম হোসেন শেখ, বেল্লাল হোসেন, মারুফ হোসেন, এবায়দুল হক তুহিন, অনিক ইসলাম রানা, সাইদুর রহমান মাসুদ ও মোস্তফা কামাল জুয়েল। 

মামলায় মুক্তিযোদ্ধা উল্লেখ করেন, উল্লেখিত আসামিরা একত্রিত হয়ে বিভিন্ন লোকের সম্পত্তি নানানভাবে জিম্মি করে অবৈধভাবে লাভবান হওয়াই তাদের নেশা ও পেশা। তাই আসামিরা সমাজের গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে কুরুচিপূর্ন সংবাদ প্রকাশ করে আসছে। এছাড়া আসামিরা তাদের অনলাইন পত্রিকা ও ফেসবুকে মিথ্যে মানহানিকর, বিভ্রান্তিমুলক ভুয়া সংবাদ প্রকাশ করছে। 

আমারসংবাদ/কেএস