Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

পাঁচদিন ধরে পানি নেই আগৈলঝাড়া হাসপাতালে

বরিশাল প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২১, ০৭:৪০ এএম


পাঁচদিন ধরে পানি নেই আগৈলঝাড়া হাসপাতালে

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত পাঁচদিন ধরে পানি নেই। এরফলে ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের রোগী সহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে হাসপাতালে পানি ওঠানোর একমাত্র পাম্পটি গত শুক্রবার থেকে বিকল। 

এতে করে পানির জন্য হাসপাতালে ভর্তিকৃত ৩২ জন রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

পাশাপাশি কোয়ার্টারে বসবাসরত চিকিৎসক ও বিভিন্ন স্টাফরা দুর্ভোগে পড়েছেন। পানি না থাকায় দুর্ভোগে পড়েছেন স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে শত শত মুসুল্লীরা।

সূত্রে আরও জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মাত্র গভীর নলকূপ (টিউবওয়েল) সচল রয়েছে। ওই একটি টিউবওয়েল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রোগীর স্বজনসহ হাসপাতালের স্টাফরা খাবার পানি সংগ্রহ করছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে হাসপাতালের একমাত্র পাম্পটি বিকল হয়ে পড়েছে, যা মেরামত করতে দেওয়া হয়েছে। আশা করছি আগামী একদিনের মধ্যে পানির সমস্যা সমাধান হয়ে যাবে।

আমারসংবাদ/এআই