Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

বরিশালে বিলের জলে চায়না দুয়ারী, হুমকির মুখে জীববৈচিত্র

বরিশাল প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২১, ১২:১৫ পিএম


 বরিশালে বিলের জলে চায়না দুয়ারী, হুমকির মুখে জীববৈচিত্র

বিলাঞ্চলে কারেন্ট জাল ব্যবহারের চেয়েও ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। এতে দেশীয় মাছসহ জলজ জীববৈচিত্র ব্যাপকভাবে হুমকির মুখে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার আগৈলঝাড়া, উজিরপুর ও গৌরনদী উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে চায়না দুয়ারী জাল। গ্রামীণ হাট-বাজারগুলোতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব জাল বিক্রি করে যাচ্ছেন একশ্রেনীর অসাধু ব্যবসায়ীরা। 

ছোট থেকে বড় সব ধরনের মাছ এ জালে আটকা পরায় মৎস্যজীবীদের কাছে চায়না দুয়ারী জনপ্রিয় হয়ে উঠেছে। 

গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের মৎস্যজীবী আলী হোসেন বলেন, দীর্ঘ বছর যাবত খাল-বিল থেকে মৎস্য আহরন করে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু বর্তমানে চায়না জাল প্রকৃত মৎস্যজীবীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ জালের বিস্তাররোধ করতে না পারলে ভবিষ্যতে খাল-বিলে কোন মাছ খুঁজে পাওয়া যাবেনা। 

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বলেন, ইতোমধ্যে উপজেলার একাধিক বিলে অভিযান চালিয়ে বেশ কিছু চায়না জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি মৎজীবীদের সচেতন করে তোলা হচ্ছে। 

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, নিষিদ্ধ চায়না জাল বিক্রি বন্ধে হাট-বাজারগুলোতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও যাতে কোন ব্যবসায়ী এ জাল বিক্রি করতে না পারে সেজন্য মৎস্য কর্মকর্তাদের নজরদারি বৃদ্ধির জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আমারসংবাদ/এআই