Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মির্জাগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২১, ১০:৫০ এএম


মির্জাগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

মির্জাগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন "মির্জাগঞ্জ ফাউন্ডেশন" এর উদ্যোগে ও ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও সেকেন্ডারী চক্ষু হাসপাতাল বরিশাল শাখার সহযোগীতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসা কমপ্লেক্স মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন "মির্জাগঞ্জ ফাউন্ডেশন" এর উদ্যোগে এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও সেকেন্ডারী চক্ষু হাসপাতাল বরিশাল শাখার সহযোগীতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে রোগীদের চিকিৎসা প্রদান করেন মেডিকেল অফিসার ডাঃ ইভা বিশ্বাসসহ ৩ জন নারী চিকিৎসক।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত ক্যাম্পে ১৩৩ জন নারী-পুরুষকে ব্যবস্থাপত্র প্রদান,প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান শেষে ২৭জন নারী-পুরুষকে চোখ অপারেশনের জন্য বাছাই করে নিজস্ব পরিবহনের মাধ্যমে বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও সেকেন্ডারী চক্ষু হাসপাতালে নিয়ে যান হাসপাতাল কর্তৃপক্ষ। 

এ সময় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং সেকেন্ডারী চক্ষু হাসপাতালের বরিশাল শাখার ক্যাম্প অর্গানাইজার রতন চন্দ্র শীল, মির্জাগঞ্জ ফাউন্ডেশন এর সভাপতি কামরুজ্জামান বাঁধন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক অর্জুন ঋষি, প্রচার সম্পাদক আরাফ ইলাহী সুনান সহ ১৫ জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/কেএস