Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ফুরসন্ধিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২১, ১২:৩৫ পিএম


ফুরসন্ধিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

ঝিনাইদহ সদর উপজেলায় সরকারের নির্দেশনা মোতাবেক শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সেচ্ছায় রক্তদানে সচেনতা বৃদ্ধি ক্যাম্পেইন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। 

আমেনা খাতুন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ বি এম আমিনুর রহমান এর মা মরহুমা মোছা: জবেদা খাতুন এর রুহের মাগফিরাত কামনা উপলক্ষে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

সোমবার (২৭ সেপ্টেম্বর) ঝিনাইদহ সদর উপজেলার ১৩ নং ফুরসন্ধিতে আমেনা খাতুন কলেজে রাবেয়া হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার এর সহযোগিতায় রূপসী বাংলা ব্লাড ডোনেট ক্লাব এই ক্যাম্পেইন আয়োজন করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আমেনা খাতুন কলেজের অধ্যক্ষ জনাব মহিদুজামান, উপ-অধ্যক্ষ জনাব আব্দুস সালাম, আইসিটি শিক্ষক সাজ্জাদুল ইসলাম মিঠু ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী।

[media type="image" fid="144059" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

এছাড়াও আরও উপস্থিত ছিলেন-রুপসী বাংলা ব্লাড ডোনেট ক্লাব এর সাধারণ সম্পাদক মো: আজমির হোসাইন ও অন্যান্য সদস্যবৃন্দ।

দ্বিতীয়বারের মতো রুপসী বাংলা ব্লাড ডোনেট ক্লাব এর আয়োজনে ২৫০ জন ছাত্র- ছাত্রীর গ্রুপ নির্ণয় করা হয়।

আমারসংবাদ/এআই