Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

পল্লী বিদ্যুতের অনুমতি ছাড়াই তারে কভার পাইপ লাগিয়ে অবৈধ ভবন নির্মাণ 

জয়পুরহাট প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২১, ১০:৩০ এএম


পল্লী বিদ্যুতের অনুমতি ছাড়াই তারে কভার পাইপ লাগিয়ে অবৈধ ভবন নির্মাণ 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা বাজারে পল্লীবিদ্যুতের ৩৩ হাজার কে.ভি. বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে পল্লী বিদ্যুতের অনুমতি ছাড়াই কভার পাইপ লাগিয়ে  ঘরের মধ্যে ঢুকিয়ে অবৈধ ভাবে ভবন নির্মাণ করেছে। 

ফলে আজ (সোমবার) সকালে সেই তার হতে শর্ট সার্কিট ঘটায় নির্মানাধীন ভবনের পার্শ্বে পাটের গুদামে আগুন লেগে যায়। আগুন লাগলে স্থানীয়রা তড়িৎ গতিতে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় পাট গুদামটি বড় ধরনের অগ্নিকাণ্ড হতে রক্ষা পায়। এতে করে গুদামের কিছু পাট পুড়ে যায়। 

ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায়, ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মৃত আফছার আলীর পুত্র আব্দুল মালেক হাটখোলা বাজারে একটি ভবন নির্মাণ শুরু করেন। ভবনটির দ্বিতীয় তলা নির্মাণ করার সময় উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কে.ভি. সঞ্চালন লাইন থাকায় আঃ মালেক পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির কোন অনুমতি ছাড়াই নিজের ইচ্ছায় স্থানীয় ইলেকট্রিশিয়ান দ্বারা ৩৩ হাজার কে.ভি এর সঞ্চালন লাইনটিতে প্লাস্টিকের পাইপ লাগিয়ে ভবন নির্মাণ সম্পন্ন করেন। 

এ সময় সঞ্চালন লাইনের একটি তার দ্বিতীয় তলার বেলকুনির ভিতর দিয়ে একই ভাবে পাস করেন। এ বিষয়ে ভবন মালিক আব্দুল মালেক বলেন, এতে এতো বড় দুর্ঘটনা ঘটবে আমি বুঝতে পারিনি।

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পাঁচবিবি জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারী বলেন, ইতোমধ্যে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। বিষয়টি দেখার পর পল্লী বিদ্যুতের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

আমারসংবাদ/কেএস