Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

একটি ট্রান্সমিটারের অভাবে ৩০০ পরিবার অন্ধকারে

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

অক্টোবর ৬, ২০২১, ০২:৫০ পিএম


একটি ট্রান্সমিটারের অভাবে ৩০০ পরিবার অন্ধকারে

মিঠাপুকুর উপজেলার ২নং রানীপুকুর ইউনিয়নের মমিনপুর আবসান গুচ্ছগ্রামে প্রায় ৪ বছর ধরে ৩০০ পরিবার বিদ্যুতের অভাবে অন্ধকারে।

জানা যায়, গত চার বছর আগে কালবৈশাখী ঝড়ের রাতে অন্ধকারে চোরেরা ১০ কেবিঃ ট্রান্সমিটারটি চুরি করে নিয়ে যায়। ট্রান্সমিটার চুরি হওয়ার পর থেকে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ শঠিবাড়ী জোনাল অফিস থেকে শুরু করে অভিযোগ কেন্দ্র বলদিপুকুরসহ বিভিন্ন জায়গায় তারা অভিযোগ করেন।

কিন্তু শঠিবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি ১ জানায়, ট্রান্সমিটার চুরি হলে গ্রাহক-গণকে ক্রয় করে লাগাতে হয়, এতে বিপদে পড়ে যায় এসব অসহায় পরিবার। ট্রান্সমিটার ক্রয় করার সামর্থ না থাকায় তারা চার বছর ধরে অন্ধকারে আছে।

ভুক্তভোগী কয়েকজন গ্রাহক আমার সংবাদকে জানান, বিদ্যুৎতের অভাবে তাদের ছেলেমেয়েরা পড়তে বসতে চায় না। আবাসন ব্যারাকের টিনসেডের ঘর গুলোতে গরমের সময় থাকা অসহনীয় হয়ে পড়ে। বিদ্যুৎবিহীন ৬, ৭, ৮ ও ৯নং ব্যরাকের ঘরগুলো অন্ধকারে থাকায় আদিবাসী সম্প্রদায়ের এসব লোকেরা রাতে অনেক ভয়ে থাকেন।

এ বিষয়ে শঠিবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জি,এম প্রকৌশলী হরেন্দ্র নাথ বর্মনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

আমারসংবাদ/কেএস