Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

দেবিদ্বারে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা 

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

অক্টোবর ৯, ২০২১, ১২:৪০ পিএম


দেবিদ্বারে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা 

কুমিল্লার দেবিদ্বারে নিউয়ার্কের শেখ রাসেল ফাউন্ডেশনের সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের উদ্যোগে স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 

শনিবার (৯ অক্টোবর) গোপালনগর উচ্চ বিদ্যালয় মাঠে ১৮ অক্টোবর জাতীয় শেখ রাসেল দিবস-২০২১ উদযাপন উপলক্ষে এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

জানা গেছে, গোপালনগর উচ্চ বিদ্যালয় দুইটি গ্রুপে ৪৭৭জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এর মধ্যে ৩০মিনিটের পরীক্ষায় ২৫টি কুইজের প্রশ্নের উত্তর খাতায় লিখে ২৫জন উর্ত্তীণ হয়েছেন। উর্ত্তীণ ২৫জন আগামী ১৮ অক্টোবর চূড়ান্ত পরীক্ষায় অংশ নিবে। চূড়ান্ত পর্বে ৩জন বিজয়ী পাবেন ৩টি ল্যাপটপসহ মহামূল্যবান পুরস্কার। পাশে আছি কন্ট্রোলর রুমের ইনচার্জ শাহীনুর লিপির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এসএম নিজাম, গোপাল নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কিবরিয়া ভূইয়া, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাসার, শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার সদস্য সচিব মো.আনোয়ার হোসেন টিটু, মো. আবদুর রহমান, মো. কবির হোসেন স্বেচ্ছাসেবী শারমীন আক্তার, আয়শা আলী প্রমূখ। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ পর্যায়ে এমন প্রতিযোগীতা আয়োজন করে ডা. ফেরদৌস খন্দকার নতুন প্রজন্মেকে জানার ও বুঝার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা মনে করি এসব সামাজিক কাজের মাধ্যমে ডা. ফেরদৌস খন্দকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আগ্রহ জাগিয়ে তুলবে। 

আমারসংবাদ/কেএস