Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫,

মিঠাপুকুর প্রাথমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক পাখা ও ক্রীড়া সামগ্রী বিতরণ 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

অক্টোবর ১২, ২০২১, ০৯:৩৫ এএম


মিঠাপুকুর প্রাথমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক পাখা ও ক্রীড়া সামগ্রী বিতরণ 

মিঠাপুকুর উপজেলার ১৫নং বড়হযরতপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক পাখা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ২ টায় বড়হযরত ইউনিয়ন পরিষদে উক্ত বৈদ্যুতিক পাখা ও ক্রীড়া সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান, এবং ২০টি স্কুলের শিক্ষকদের মাঝে বৈদ্যুতিক পাখা, ফুটবল, ভলিবল প্রদান করেন।

১৫নং বড়হযরতপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব রোস্তম আলী মন্ডল উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আমারসংবাদ/কেএস