Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

মাধবপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ১৩, ২০২১, ০৮:৩০ এএম


মাধবপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে মাধবপুর  উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস অনুষ্টিত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমামুন হাসান,ছাতিয়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মৎস্য কর্মকর্তা ফরিদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা হুমায়ূন কবির, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক রুকন উদ্দিন লস্কর, আইয়ুব খান,অলিদ মিয়া, আলমগীর কবির ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা প্রমূখ।

বক্তারা, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জম্ম নিবন্ধন করার আহবান করেন ও মৃত্যুর পরপরই মৃত্যু নিবন্ধন করার আহবান রাখেন।

আমারসংবাদ/কেএস