Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

গাজীপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে গ্রেপ্তার ২০

গাজীপুর সদর প্রতিনিধি 

অক্টোবর ১৪, ২০২১, ০৭:১০ এএম


গাজীপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে গ্রেপ্তার ২০

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় তিনটি মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরে হামলা করে প্রতিমা, সাজসজ্জা ও আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার লুৎফুল কবির, জেলা প্রশাসক এস এম তারিকুল ইসলাম সহ পুলিশ-র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে স্থানীয় সুবল দাসের বাড়িতে স্থাপিত দুর্গাপুজার মন্ডপে প্রায় পাঁচ শতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় তারা প্রতিমা, আসবাবপত্র, সাজসজ্জা ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করে। হামলাকারীরা পালবাড়ি এলাকায় অপর একটি মন্দিরে হামলা চালায় এবং পরে রাধাগোবিন্দ কেন্দ্রীয় মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ও আসবাবপত্র ভাঙচুর করে। 

পুলিশ জানায়, পূজারীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলেন এবং ২০ হামলাকারীকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেন।

জিএমপি কমিশনার লুৎফুল কবির জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। তদন্ত করে দোষীদের শনাক্ত করে মামলাসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আমারসংবাদ/কেএস