Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

মিঠাপুকুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ভাতার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

অক্টোবর ১৪, ২০২১, ০৯:৩৫ এএম


মিঠাপুকুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ভাতার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

মিঠাপুকুরে ১৫নং বড় হযরত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুস্তম আলী মন্ডলের বিরুদ্ধে মাতৃকালীন ও বয়স্ক ভাতার অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেছেন উক্ত ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রাজেন্দ্র নাথ।

ভুক্তভোগী রাজেন্দ্র নাথ অভিযোগে করে বলেন, তিনি একজন অসুস্থ ব্যক্তি। তার কাছ থেকে বয়ষ্ক ভাতার কথা বলে ৪০০০ (চার হাজার) টাকা হাতিয়ে নেয় চেয়ারম্যান রস্তম আলী মন্ডল। কিন্তু তার বয়স্ক ভাতা না হলে তিনি উক্ত টাকা ফেরত চাইলে রুস্তম আলী মন্ডল টালবাহানা শুরু করেন। আজকাল করে করে সময় কালক্ষেপণ করতে থাকেন। অবশেষে বাধ্য হয়ে গত ২১-৯-২০২১ ইং তারিখে রাজেন্দ্র নাথ, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। 

চেয়ারম্যান রুস্তম আলী মন্ডলের বিরুদ্ধে মাতৃকালীন  ভাতার ২৯ জনের টাকা তুলে নেয়ার অভিযোগ করেন হাওয়া বেগম, রুমানা বেগম, নাজমা বেগম নামে ৩ নারী। এ বিষয়েও তারা একটি অভিযোগ জমা দিয়েছেন। 
চেয়ারম্যান রুস্তম আলী মন্ডলের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি আমার সংবাদকে বলেন, এসব অভিযোগ কে করেছে আমি জানি না, এসব নিয়ে লেখার দরকার নাই। যারা অভিযোগ করেছে, সময় হলে তারা তুলে নিয়ে আসবে।

আমারসংবাদ/কেএস