Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫,

সিরাজদীখানে পূজামন্ডপ পরিদর্শনে এমপি মৃণাল

সিরাজদীখান প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২১, ১১:২৫ এএম


সিরাজদীখানে পূজামন্ডপ পরিদর্শনে এমপি মৃণাল

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শণ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাভোকেট মৃণাল কান্তি দাস। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল ৩ টার দিকে উপজেলার কোলা গ্রামের গাঙ্গুলী বাড়ি পুজা মন্ডপে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে বলেন, গাঙ্গুলী পরিবার মুক্তিযুদ্ধে বেশ অবদান রেখেছে। ইসলাম শান্তির ধর্ম, এ এলাকার মুসলমানরা শান্তি প্রিয়, আশা করি এ পরিবারের প্রতি শুখে-দুঃখে তাদের পাশে আপনারা থাকবেন।

অনুষ্ঠানে সুদর্শন গাঙ্গুলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সমর চন্দ্র ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় চক্রবর্তি, সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাভোকেট তাহমিনা আক্তার তুহিন, জেলা স্বেচ্ছাসেবলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিক পাসের হোসেন, সহ-সভাপতি শেখ মো. জিন্নাহ, যুগ্ন সম্পাদক হাজী মো. সোহাগ প্রমূখ।

আমারসংবাদ/কেএস