Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

খাগড়াছড়ির ৭ ইউনিয়নে ভোটগ্রহণ ২৮ নভেম্বর

খাগড়াছড়ি প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২১, ১২:১০ পিএম


খাগড়াছড়ির ৭ ইউনিয়নে ভোটগ্রহণ ২৮ নভেম্বর

তৃতীয় ধাপে একহাজার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

ঘোষিত তফসিল অনুযায়ী, খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার তিনটি ইউনিয়ন ও মহালছড়ির চারটি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইউনিয়নগুলো হলো- দিঘীনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়ন, কুবাখালী ইউনিয়ন, মেরুং ইউনিয়ন  ও মহালছড়ি উপজেলার চারটি মহালছড়ি সদর ইউনিয়ন, মুবাইছড়ি ইউনিয়ন,  কেয়াংঘাট ইউনিয়ন, মাইসছড়ি ইউনিয়ন। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর ও ভোটগ্রহণ ২৮ নভেম্বর

এর আগে দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গা উপজেলার সাতটি ও গুইমারা উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচনের তফসীল ঘোষণা করে ইসি। আগামী ১১ নভেম্বর এ দুই উপজেলার দশ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।