Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫,

সোনারগাঁয়ে ৮ ইউনিয়নে নির্বাচন ২৮ নভেম্বর 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

অক্টোবর ১৪, ২০২১, ০৩:০০ পিএম


সোনারগাঁয়ে ৮ ইউনিয়নে নির্বাচন ২৮ নভেম্বর 

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসি সচিব হুমায়ূন কবীর খন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ইউনিয়ন গুলো হলো সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন, পিরোজপুর, বারদী, শম্ভূপূরা, সানমান্দি, কাঁচপুর, নোয়াগাও ও সাদিপুর ইউনিয়ন। 

এ সকল ইউনিয়নে মনোনয়ন পএ দাখিলের শেষ সময় ২ নভেম্বর, যাচাই - বাছাই ৪ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। এ ছাড়াও এই ইউনিয়ন গুলোতে ভোট গ্রহণ ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আমারসংবাদ/কেএস