Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

রাউজানে বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইঁদুর নিধন অভিযান

রাউজান প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২১, ১১:১৫ এএম


রাউজানে বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইঁদুর নিধন অভিযান

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ও জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (১৬ অক্টোবর) সকালে রাউজান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

একইদিনে ‘ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য’ প্রতিপাদ্য নিয়ে রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। 

সভায় বক্তব্য রাখেন রাউজান-উপজেলা কৃষি কর্মকতা ইমরান হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার মুনিরুজ্জামান, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম,কৃষি অফিসের উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী আতিকুর রহমান চৌধুরী, উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীলসহ কৃষক- কৃষাণিরা উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/এআই