Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫,

কালাইয়ে মাদক বিরোধী অভিযানে স্বামী-স্ত্রী আটক 

জয়পুরহাট প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২১, ১০:০০ এএম


কালাইয়ে মাদক বিরোধী অভিযানে স্বামী-স্ত্রী আটক 

জয়পুরহাটে কালাইয়ে স্বামী-স্ত্রী মাদক কারবারিকে আটক করেন কালাই থানা পুলিশ। রোববার (১৭ অক্টোবর) বেলা ৩ টার সময় একডালা গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারি কালাই থানাধীন একডালা গ্রামস্থ মোছাঃ তানজিলা বেগম এর বসত বাড়িতে  হইতে আসামি তানজিলা বেগম, স্বামী- আনোয়ার হোসেন, সাং- একডালা, থানা- কালাই, আনোয়ার হোসেন, পিতা-মোজাহার আলী, স্থায়ী- সাং- তারাকুল (উত্তরপাড়া), থানা- ক্ষেতলাল, বর্তমান সাং- একডালা স্বামী স্ত্রী উভয় জয়পুরহাট’দ্বয়’কে সাদা পলিথিনের মোড়ানো অবস্থায় ৫০ পঞ্চাশ পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ও সাদা পলিথিনে মোড়ানো (চার) গ্রাম, হেরোইনসহ আটক করেন

কালাই থানা ওসি সেলিম মালিক সাংবাদিকদের বলেন, আমাদের  একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করা হয়েছে।

আমারসংবাদ/কেএস