ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২১, ০২:০০ পিএম
ফরিদপুরের মধুখালীতে চেক ডিজঅনার মামলার পলাতক এক মহিলা আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বাগাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মহিলার নাম অর্চনা রানী বসু। তিনি মধুখালী উপজেলার বাগাট বসুপাড়া গ্রামের মানিক চন্দ্র বসুর মেয়ে।
থানা সূত্রে জানা যায়, ২০১৬ সালের চেক ডিজঅনার মামলার পলাতক গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী ছিলেন অর্চনা বসু। তিনি এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১৯ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা দন্ডে দন্ডিত।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মধুখালী থানার উপ-পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম সঙ্গীয় উপ-পুলিশ পরিদর্শক জুলহাস মিয়া এবং নারী কনস্টেবল বিথী আক্তার মধুখালী উপজেলার বাগাট বাজার থেকে অর্চনা বসুকে গ্রেপ্তার করে। পরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মধুখালী থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. সহিদুল ইসলাম বলেন, চেক ডিজঅনার মামলার পলাতক আসামী অর্চনা বসুকে গ্রেপ্তার করে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।