Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

চৌমুহনীতে পূজা-মণ্ডপে হামলা: ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮০

নোয়াখালী প্রতিনিধি:  

অক্টোবর ২০, ২০২১, ১১:৪০ এএম


চৌমুহনীতে পূজা-মণ্ডপে হামলা: ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮০

নোয়াখালী বেগমগঞ্জের চৌমুহনীতে সনাতন ধর্মালম্বীদের মন্দিরে হামলার ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসরাম এ তথ্য নিশ্চিত করেন। 

অপরদিকে, মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কাদিরপুর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে মো. ইলিয়াস, একলাশপুর ইউনিয়নের আবুল বাশার ছেলে মিজানুর রহমান, গনিপুরের নুরনবীকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও পূজা মণ্ডপে হামলার ও ভাংচুরের ঘটনায় একলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমানকেও গ্রেপ্তার করা হয়। 

নোয়াখালীর এসপি মো.শহিদুল ইসলাম আরও জানান, আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে আসামিদেরকে চিহ্নিত করে অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করি। এ বিষয়ে গ্রেপ্তার  অভিযান অব্যাহত থাকবে। এ পর্যন্ত পূজা মন্ডপে হামলা ও ভাংচুরের ঘটনায় ৪টি মামলায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়।

আমারসংবাদ/এমএস