Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ভেড়ামারায় ইউপি নির্বাচনে ২৬জন চেয়ারম্যান প্রার্থীর যাচাই বাছাইয়ে বৈধতা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

অক্টোবর ২১, ২০২১, ০২:০৫ পিএম


ভেড়ামারায় ইউপি নির্বাচনে ২৬জন চেয়ারম্যান প্রার্থীর যাচাই বাছাইয়ে বৈধতা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আগামী ১১ নভেম্বর ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার (২১ অক্টোবর) যাচাই বাছাইয়ে ২৬জন চেয়ারম্যান প্রার্থীর বৈধতা ঘোষণা করা হয়। 

তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাহাদুরপুর ইউনিয়নের সোহেল রানা পবন, মোকারিমপুর ইউনিয়নের আব্দুস সামাদ, জুনিয়াদহ ইউনিয়নের শাহেদ আহম্মেদ শওকত, বাহিরচর ইউনিয়নের রওশন আরা সিদ্দিকী, চাঁদগ্রাম ইউনিয়নের বুলবুল কবির, ধরমপুর ইউনিয়নের শাহাবুল আলম লালু। 

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত বাহাদুরপুর ইউনিয়নের আসিকুর রহমান ছবি, মোকারিমপুর ইউনিয়নের বেনজির আহম্মেদ বেনু, জুনিয়াদহ ইউনিয়নের শাহজাহান আলী, বাহিরচর ইউনিয়নের আবু হাসান আবু, চাঁদগ্রাম ইউনিয়নের আব্দুল হাফিজ তপন, ধরমপুর ইউনিয়নের আইয়ুব আলী। 

সতন্ত্র প্রার্থী ধরমপুর ইউনিয়নের শামসুল হক, রফিকুল ইসলাম, জুনিয়াদহ ইউনিয়নের হাসানুজ্জামান হাসান, বাহিরচর ইউনিয়নের সাইফুল আলম রোকন, শফিকুল ইসলাম, চাঁদগ্রাম ইউনিয়নের জানবার হোসেন, মুজাম্মেল হক মুকুল, মোকারিমপুর ইউনিয়নের বুলবুল আবু সাঈদ শামীম, আব্দুল মান্নান, বাহাদুরপুর ইউনিয়নের আসাদুজ্জামান, মুনসুর আলী।

ইসলাম আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ধরমপুর ইউনিয়নের রিপন আলী, জুনিয়াদহ ইউনিয়নের মুহায়মিনুল হক, মোকারিমপুর ইউনিয়নের নয়ন আলী, বাহাদুরপুর ইউনিয়নের আহাদ আলী। 

আগামী ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে।

আমারসংবাদ/কেএস