Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

শরণখোলায় একমন ওজনের অজগর উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২১, ০২:৩৫ পিএম


শরণখোলায় একমন ওজনের অজগর উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে একমন ওজনের একটি অজগর উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২২ অক্টোবর) সকালে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল গাজীর ঘরের পাশ থেকে ওয়াইল্ড টিমের সদস্যরা বিশাল আকৃতির এই অজগরটি উদ্ধার করে। পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। 

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ষ্টেশন র্কমর্কতা মো. আব্দুল মান্নান বলেন, ওয়াইল্ড টিমের সদস্যরা অজগরটিকে আটকে আমাদের খবর দেয়। আমরা অজগরটিকে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করেছি।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া অজগরটি লম্বায় ২০ ফুট এব ৪০ কেজি ওজন। খাবারের খোজে ভোলানদী পাড় হয়ে অজগর সাপটি জামাল ফরাজির ঘরের পাশে অবস্থান নেয়। 

এনিয়ে গত এক বছরে শতাধিক অজগর লোকালয় থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।


আমারসংবাদ/ইএফ