Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কলারোয়ায় প্রতিবাদ বিক্ষোভ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২১, ১০:০৫ এএম


সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কলারোয়ায় প্রতিবাদ বিক্ষোভ

সাতক্ষীরার কলারোয়ায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণ অনশন, গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে সনাতন ধর্মের অনুসারীবৃন্দ। 

শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার দ্রুত বাস্তবায়ন, সাম্প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা গ্রহণ ও দেশের বিভিন্ন স্থানে সংঘঠিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কলারোয়া উপজেলা সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কলারোয়া পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, ব্রহ্মহরিদাস ঠাকুর আশ্রমের সভাপতি কার্তিক চন্দ্র মিত্র, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীলিপ অধিকারী, ওয়ার্কার্স পার্টির নেতাবীর মুক্তিযোদ্ধা আঃ রউফ, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড, শেখ কামাল রেজা প্রমূখ।

বক্তারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে ৭২ এর সংবিধান পুণর্বহাল করতে হবে, হামলায় জড়িত ও মদদ দাতাদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকারের প্রতি কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বক্তারা বলেন, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশ শেষে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ কুমার রায়।    

উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সনাতন ধর্মের অনুসারীবৃন্দ এ সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।  

আমারসংবাদ/কেএস