Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জে নৌকার মাঝি হলেন যারা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২১, ০৬:৩০ এএম


ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জে নৌকার মাঝি হলেন যারা

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবার  মুন্সীগঞ্জ জেলার দুই উপজেলার ২১ ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

গেলো শনিবার রাতে ঘোষণা অনুযায়ী দুই উপজেলার ২১ ইউনিয়নে যারা নৌকার মাঝি হলেন-মুন্সীগঞ্জে জেলার সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে মহিউদ্দিন খান ( আলমগীর )  রামপাল ইউনিয়নে মোশারফ হোসেন মোল্লা, বজ্যযোগিনী ইউনিয়নে মোঃ রবিন হোসেন, মহাকালী ইউনিয়নে শহিদুল ইসলাম, চরকেওয়ার ইউনিয়নে আফছার উদ্দিন ভুইয়া,   চরশিলই ইউনিয়নে আবুল হাসেম লিটন, আধারা  ইউনিয়নে সোহরাব হোসেন,বাংলাবাজার সোহরাব হোসেন পীর, মোল্লাকান্দি রিপন হোসেন পাটোয়ারী, টংগীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নে মুক্তার খান, আব্দুল্লাপুর ইউনিয়নে আব্দুর রহিম, বালিগাও ইউনিয়নে হাজী দুলাল, দিঘীরপাড় ইউনিয়নে আরিফ হালদার, ধীপুর ইউনিয়নে মির্জা বাদশা শাহিন, আউটশাহী ইউনিয়নে সেখান্দার বেপারী, হাসাইল বানারী ইউনিয়নে আনোয়ার হালদার, সোনারং-টংগীবাড়ি ইউনিয়নে বেলায়েত হোসেন লিটন মাঝি, কামারখাড়া ইউনিয়নে মহিউদ্দিন হালদার, কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে আনিসুর রহমান আনিস,  আড়িয়ল ইউনিয়নে- দ্বীন ইসলাম, য়শলং ইউনিয়নে আলমাস চৌকদার, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

গত ১৪ই অক্টোবরের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর এই সমস্ত ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর।