Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মধুপুরে অপ্রধান শস্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ 

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২১, ১০:২৫ এএম


মধুপুরে অপ্রধান শস্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ 

টাঙ্গাইলের মধুপুরে পুষ্টি সমৃদ্ধ উচ্চুমূল্যের অপ্রধান শস্য উৎপাদন বিষয়ক তিন দিন ব্যাপি এক প্রশিক্ষণ  কর্মশালা শুরু হয়েছে। 

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মধুপুরের সুবিধাভোগীদের দরিদ্র বিমোচনের লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (২৫ অক্টোবর) এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিআরডিবি টাঙ্গাইলের উপ-পরিচালক জুয়েল আহমেদ, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, জামালপুরের শস্য উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, অপ্রধান শস্য প্রকল্পের মাঠ সংগঠক আবু সাইদ, বিআরডিবি মধুপুরের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও আজহারুল ইসলাম প্রমূখ।

আমারসংবাদ/কেএস