Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

শব্দদূষণ বিষয়ে গাড়ি চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ

পটুয়াখালী প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২১, ১১:৩০ এএম


শব্দদূষণ বিষয়ে গাড়ি চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ

পটুয়াখালীতে “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় শব্দদূষণ বিষয়ে গাড়ি চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ” আনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প, পটুয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তর আয়োজনে, জেলা প্রশাসকের সহযোগিতায় গাড়ি চালকেেদর প্রশিক্ষণ করানো হয়।

এ আনুষ্ঠানে সভাপত্বিত করেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবির, প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল হোসেন জেলা প্রশাসক, পটুয়াখালী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে শব্দদূষণ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব ও তার প্রতিকার বিষয়ে তথ্যবহুল নির্দেশনা প্রদান ও আলোচনা করেন।

এসময় পটুয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তর কর্মকর্ত কর্মচারী সহ জেলার বিশিষ্টজনরা উপস্থিত ছিরেন।  

আমারসংবাদ/এআই