Amar Sangbad
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫,

তাড়াশ আ.লীগের সদস্য হলেন জেমস

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২১, ২০২১, ০৬:০৫ পিএম


তাড়াশ আ.লীগের সদস্য হলেন জেমস

নবগঠিত তাড়াশ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মোনায়েম হোসেন জেমস। দীর্ঘ আট বছর পর চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। ওই সম্মেলনের পর নানা নাটকীয়তার মধ্যে দিয়ে আজ রোববার (২১ নভেম্বর) উপজেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।  

জানা যায়, জন্মগতভাবে মোনায়েম হোসেন জেমস আওয়ামী পরিবারের সন্তান। হাইস্কুলে জীবন ইউনিয়ন ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে হাতে খড়ি তার। কঠোর পরিশ্রম ও সাংগঠনিক কর্মদক্ষতায়  স্থান করে নেন তাড়াশ উপজেলা ছাত্রলীগে। দায়িত্ব পান সাংগঠনিক সম্পাদক পদে। সর্বশেষ জেমস ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। সক্রিয় ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতির সাথে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সগুণা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশীও তিনি। কেন্দ্রীয় রাজনীতির মতোই ইতিমধ্যে পুরো ইউনিয়নে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। স্থানীয় আওয়ামী লীগের ত্যাগী, পরিক্ষিত ও প্রবীণ নেতারা তাকে নৌকার মাঝি হিসাবে চান।  

জানতে চাইলে মোনায়েম হোসেন জেমস আমার সংবাদকে বলেন- যে বিশ্বাস ও আস্থা রেখে জেলা ও উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা আমায় পূর্ণাঙ্গ কমিটিতে রেখেছেন; জীবনের সব টুকু দিয়ে হলেও সেই দায়িত্ব পালন করব।

আমারসংবাদ/এমএস