Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

১৭ দফা দাবিতে বগুড়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

বগুড়া প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২১, ১২:৩০ পিএম


১৭ দফা দাবিতে বগুড়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ১৬তম প্রতিষ্ঠাবাষির্কীতে ১৭ দফা বাস্তবায়নের দাবিতে দেশের প্রতিটি জেলার জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। 

সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ি বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক-এর কাছেও স্মারকলিপি দেয়া হয়। 

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের বগুড়া জেলা শাখার পক্ষ থেকে স্মারকলিপি দেন সংগঠনের সভাপতি আব্দুর রহিম বগ্রা, সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল হক বাবু, সাধারন সম্পাদক আব্দুল বারী, সংগঠনের তথ্য সম্পাদক মোঃ মতিউর রহমান সরকার ও সদস্য মোঃ শাহ আলম। 

উল্লেখ্য, সুজলা সুফলা, শস্য শ্যামল নদী মাতৃক বাংলাদেশ খ্যাত বাংলাদেশের পরিবেশ, জীব বৈচিত্র, প্রাকৃতিক ভারসাম্য, মানুষের জীবন জীবিকা, অর্থনীতি, সাহিত্য সংস্কৃতি, সামাজিক বন্ধন সব কিছুই আবহমান কাল থেকে নদ নদী গুলো উপর নির্ভরশীল। 

দেশের নদ-নদী গুলো রক্ষায় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ২০০৫ সালের ২৫ নভেম্বরের সুচনা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে।