Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

কালুখালীতে ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২১, ১২:৪৫ পিএম


কালুখালীতে ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় কালুখালী সরকারী কলেজের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। 

কালুখালী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম এর সঞ্চালণায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন। 

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, আসন্ন ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সকল ভোটারগণ স্বতস্ফুর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আইন শৃঙ্খলা বিষয়ে প্রশাসন বলিষ্ঠ ভূমিকা পালন করবে। নির্বাচনে মাঠে স্ট্রাইকিং ফোর্স, র‌্যাব, পুলিশ, আনসার বাহিনীর সদস্যবৃন্দ দায়িত্ব পালন করবেন। 

রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণের দিন সাধারণ ভোটারবৃন্দ যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাকে তাৎক্ষনিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অনুষ্ঠানে ৭টি ইউনিয়নের ৯৭ টি পদে প্রতিদ্বন্দি প্রার্থীরা অংশগ্রহণ করেন। 

আমারসংবাদ/এআই