বরিশাল প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২১, ১১:৪০ এএম
নটরডেম কলেজ শিক্ষার্থী নাইম হত্যার বিচারসহ নিরাপদ সড়ক ও গণপরিবহনে সকল শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার-প্রকাশনা সম্পাদক বিজন সিকদার, সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিব, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি মহিলা কলেজ সংগঠক অদিতি ইসলাম প্রমূখ।
সংগঠনটির জেলা শাখার আহবায়ক সাগর দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি জানিয়ে বলেন, সারাদেশে নিরাপদ সড়ক চালু করতে হবে এবং নটরডেম কলেজ শিক্ষার্থী নাইম হত্যার বিচারসহ আন্দোলনে ছাত্র নেতাদের ওপর কোন হামলা করা যাবে না। গণপরিবহনে সকল শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয়াসহ জ্বালানি ও বর্ধিত বাস ভাড়া কমাতে হবে।
আমারসংবাদ/এআই