Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

টাঙ্গাইলে ইউনিয়ন নির্বাচনে বিজয়ী হলেন যারা

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

নভেম্বর ২৯, ২০২১, ০৮:৩৫ এএম


টাঙ্গাইলে ইউনিয়ন নির্বাচনে বিজয়ী হলেন যারা

তৃতীয় ধাপের নির্বাচনে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভাসহ নাগরপুর, মধুপুর, কালিহাতি উপজেলার মোট ২৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ঘাটাইল পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ  নব নির্বাচিত মেয়রসহ ১৬টি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আর ৮টি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪ টা পর্যন্ত চলে। নির্বাচনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে দুপুরের মধ্যে মধুুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান ও কালিহাতী উপজেলার সহদেবপুরে স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান বালা ভোট বর্জনের ঘোষণা দেন।

নাগরপুর উপজেলায় ১১ টি ইউপিতে ৬ টি নৌকা প্রতীক ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। 

নির্বাচিতরা হলেন-নাগরপুর সদর ইউনিয়নে মোঃ কুদরত আলী (নৌকা),সলিমাবাদ ইউনিয়নে মোঃ শাহীদুল ইসলাম অপু (নৌকা), গয়হাটা ইউনিয়নে মোঃ শামসুল হক (নৌকা),মোকনা ইউনিয়নে মোঃ শরিফুল ইসলাম (নৌকা), মামুদনগর ইউনিয়নে শেখ মোঃ জজ কামাল (নৌকা), বেকড়া ইউনিয়নে মোঃ শওকত হোসেন  (নৌকা), দপ্তিয়র ইউনিয়নে এম ফিরোজ সিদ্দিকী (স্বতন্ত্র)  পাকুটিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান (স্বতন্ত্র), ধুবড়িয়া ইউনিয়নে মো শফিকুল ইসলাম শাকিল (স্বতন্ত্র), ভাদ্রা ইউনিয়নে শওকত আলী ( স্বতন্ত্র),  ও সহবতপুর ইউনিয়নে তোফায়েল আহমেদ (স্বতন্ত্র)।

কালিহাতী উপজেলায় ১০ টি ইউপিতে ৯ টি নৌকা প্রতীক ও ১ টিতে স্বতন্ত্র প্রার্থী  জয়লাভ করেছে।

কালিহাতি উপজেলায় ইউপিতে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন-নারান্দিয়া ইউনিয়নে মাসুদ তালুকদার (নৌকা), কোকডহরা ইউনিয়নে নুরুল ইসলাম (নৌকা), দশকিয়া ইউনিয়নে এম এ মালেক ভুইয়া (নৌকা), সল্লা ইউনিয়নে মোঃ আব্দুল আলিম (নৌকা), গোয়ালিয়াবাড়ি ইউনিয়নে আব্দুল হাই আকন্দ (নৌকা), পাইকড়া ইউনিয়নে আজাদ হোসেন (নৌকা বিনা প্রতিদ্বন্দ্বীতা), সহদেবপুর ইউনিয়নে মোখলেসুর রহমান খান ফরিদ ( নৌকা), বল্লা ইউনিয়নে  মোঃ ফরিদ আহমেদ (নৌকা), নাগবাড়ি ইউনিয়নে আঃ কাইয়ুম বিপ্লব (নৌকা) ও দুর্গাপুর ইউনিয়নে সিরাজুল ইসলাম (স্বতন্ত্র)।

মধুপুর উপজেলায় ৩ টি ইউপিতে ২ টি নৌকা প্রতীক ও ১ টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে।

মধুপুর উপজেলা ইউপি নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন-আলোকদিয়া ইউনিয়নে আবু সাঈদ খান সিদ্দিক ( স্বতন্ত্র), মির্জাবাড়ি ইউনিয়নে সাদেকুর রহমান (নৌকা) ও গোলাবাড়ি ইউনিয়নে গোলাম মোস্তফা খান বাবলু (নৌকা)।

আমারসংবাদ/এআই