Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

রাউজানে পাকা ধান কাটলেন এমপি ফজলে করিম চৌধুরী

রাউজান প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২১, ০২:০৫ পিএম


রাউজানে পাকা ধান কাটলেন এমপি ফজলে করিম চৌধুরী

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিভিন্ন ধরণের পিঠা তৈরি করে কৃষক কৃষাণীদের নিয়ে আনন্দ উৎসবের মাধ্যমে পাকা আমন ধান কাটার মাধ্যমে গ্রাম বাংলার আবহমান সংস্কৃতি নবান্ন উৎসব পালন করেছেন রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

সোমবার (২৯ নভেম্বর) বিকালে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়া পাড়া এলাকায় এ উৎসবের আয়োজন করা হয়। রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় নবান্ন উৎসবে সভপতিত্ব করেন-রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন, রাউজান পৌরসভার কাউন্সিলর কাজী ইকবাল, আওয়ামী লীগ নেতা স্বপন দাশ গুপ্ত, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী সহ রাউজান সুরেশ বিদ্য্য়াতনের শিক্ষক- শিক্ষার্থীরা।