Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ধামইরহাট ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২১, ১১:০০ এএম


ধামইরহাট ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

নওগাঁর ধামইরহাটে আসন্ন চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উৎসবমূখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে বর্তমানে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন ৪২৬ জন। তারমধ্যে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪জন। এছাড়াও সংরক্ষিত নারী ইউপি সদস্য আসনে ৯৩জন প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ২৯৯জন প্রার্থী প্রতিদ্বদন্দীতা করছেন।

আরো জানান, প্রতীক বরাদ্দের পর পর প্রত্যেক প্রার্থী তার নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা ও গণসংযোগ চালাতে পারবেন। যদি কোনো প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।

এদিকে আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৮টি ইউনিয়নে পরিষদের মধ্যে ২টি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটার মেশিন এবং ৬টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

এছাড়া উপজেলা ৮টি ইউনিয়নে মোট ১ লাখ ৩৮ হাজার ৪১৮জন ভোটার রয়েছে। তারমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৬৯ হাজার ৩০১জন এবং মহিলা ভোটার রয়েছে ৬৯ হাজার ১১৭জন।

আমারসংবাদ/এআই