Amar Sangbad
ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫,

মির্জাগঞ্জে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

কামরুজ্জামান বাঁধন, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

ডিসেম্বর ২৫, ২০২১, ০৮:৫০ এএম


 মির্জাগঞ্জে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

পটুয়াখালীর মির্জাগঞ্জে সদ্য সমাপ্ত ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যগণ শপথ গ্রহন করেছেন। 

শনিবার (২৫ ডিসেম্বর)  সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা.তানিয়া ফেরদৌস নবনির্বাচিত ৫৩ জন সাধারণ সদস্য ও ১৭ জন সংরক্ষিত আসনের নারী সদস্য মোট ৭০ জন ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করান। 

শপথপত্র পাঠ পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন-মির্জাগঞ্জ উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার,মহিলা ভাইস-চেয়ারম্যান মোসা. হাছিনা হাবিব,উপজেলা আওয়ামীলীগ সভাপতি গাজী আতহার উদ্দীন আহম্মেদ,সাধারন সম্পাদক জসীম উদ্দীন জুয়েল ব্যাপারী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার ও ইউপি সদস্য মোঃ ওয়ারেচ খাঁন প্রমূখ।

উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ ও ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদের নির্বাচনের ফলাফল পূনঃগননার দাবীতে বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১২০৬১/২০২১ এর আলোকে ঐ ওয়ার্ডের পুরুষ ও মহিলা ইউপি সদস্যের শপথ গ্রহণ স্থগিত করা হয়।

এদিকে গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্য্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলার ৬ ইউনিয়নের  নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। 

পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেননবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। 

নতুন চেয়ারম্যান হিসেবে যারা শপথ নিয়েছেন তারা হলেন-১নং মাধবখালী ইউনিয়নে কাজী মোঃ মিজানুর রহমান লাভলু,২নং মির্জাগঞ্জ ইউনিয়নে এ্যাডভোকেট মোঃ আবুল বাসার নাসির হাওলাদার,৩নং আমড়াগাছিয়া ইউনিয়নে মোঃ সুলতান আহম্মেদ, ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়নে মোঃ আনোয়ার হোসেন খাঁন, ৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়নে মোঃ মাহাবুব আলম স্বপন ও ৬ নং মজিদবাড়ীয়া ইউনিয়নে মোঃ শহিদ উল্লা (শানু মোল্লা)।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এ উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান ও  ৬টি ইউপিতে চেয়ারম্যান ও সাধারন সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি ইউপিতে (কাকড়াবুনিয়া ইউনিয়ন) চেয়ারম্যান পদে কোন প্রার্থী প্রার্থী না থাকায় নৌকা মনোনীত প্রার্থী মাহাবুব আলম স্বপন বিনা প্রতিদ্বন্দ্বতীয় চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে ২ ইউপিতে বিদ্রোহী ও ৪ ইউপিতে নৌকা মনোনীত প্রার্থী বিজয়ী হন।