Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

কক্সবাজারের বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ 

কক্সবাজার প্রতিনিধি 

জানুয়ারি ১৪, ২০২২, ০১:৩৫ পিএম


কক্সবাজারের বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ 

কক্সবাজারের ঈদগাঁওতে যাত্রীবাহি বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নবগঠিত ঈদগাঁও থানার ওসি মো. আব্দুল হালিম জানান, শুক্রবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চান্দেরঘোনা সাতঘরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় নিহত হয়েছে অটোরিক্সা চালক (নাম জানা যায়নি) ও তসলিমা আক্তার নামের এক যাত্রী।

এ ছাড়া আশংকাজনক অবস্থায় শফিকুর রহমান ও ছেনুয়ারা বেগম নামের দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

নিহত ও আহতরা চকরিয়া উপজেলার খুটাখালী এলাকা থেকে কক্সবাজার যাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের বরাতে আব্দুল হালিম বলেন, বিকালে নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চান্দেরঘোনা সাতঘরিয়া পাড়া এলাকায় বান্দরবানগামী পূরবী পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে কক্সবাজারমুখি একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দিয়ে সড়কের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলে অটোরিকশা চালক ও গাড়ীটির এক নারী যাত্রী নিহত হয়। এছাড়া আহত হয়েছে অটোরিকশার দুইজন যাত্রী। তাদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

ওসি বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। এ ছাড়া ঘটনার ব্যাপারে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়েছে। 

নিহতদের লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে বলে জানান আব্দুল হালিম।

আমারসংবাদ/কেএস