Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

মমেকের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি:

জানুয়ারি ১৭, ২০২২, ০৬:৫০ এএম


মমেকের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জন করোনায় আক্রান্ত হয়ে ও অন্যজন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন শেরপুরের নকলা উপজেলার হারুন অর রশিদ (৬০) ও ময়মনসিংহের ভালুকা উপজেলার লালমোহন (৭০)। এ নিয়ে চলতি মাসের ১৭ দিনে ইউনিটটিতে করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হল। 

সোমবার (১৭ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ২৪ ঘণ্টায় ইউনিটটিতে নতুন করে পাঁচজন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ১০ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনজন। এদিকে ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান ডা. মুন।

এদিকে জেলায় এক দিনে নমুনা পরীক্ষা যেমন বেড়েছে তেমনি প্রায় চারগুণ বেড়েছে করোনা শনাক্ত রোগীর সংখ্যাও। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৩৪৪ নমুনা পরীক্ষা করে ৯৪ জন করোনা শনাক্ত হয়েছেন।

আমারসংবাদ/এমএস