Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মহেশপুর সীমান্তে ভারতে প্রবেশের সময় আটক ২২

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২২, ০৯:৪০ এএম


মহেশপুর সীমান্তে ভারতে প্রবেশের সময় আটক ২২

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করলে পুরুষ, নারী ওশিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ভোরে উপজেলার যাদবপুর মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তে মাটিল গ্রামের মাঠ থেকে পুরুষ ৪জন, নারী ১২জন, শিশু ৫জনকে আটক করা হয়। 

আটককৃত ব্যক্তিরা হলেন, সজীব শেখ (৩৪), আমেনা খাতুন (২৮), আরোবী (৬ মাস), ঈশীতা (২২), উভয়ের থানা- নড়াগাতি, জেলা- নড়াইল। দিপংকর সরকার (২১), থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ, সোহরাব মন্ডল (৩৩), থানা- বেনাপোল, জেলা- যশোর, রাকিবুল সরদার(৩০), নাজমা বিবি (২৩), উভয়ের থানা-কেশবপুর, জেলা- যশোর, রাবিয়া খাতুন (৩৮), থানা- কলারুয়া, জেলা- সাতক্ষীরা, পারুল খাতুন (৪০), আফশীন, (১), আফরীন (৩), থানা- ঝিকরগাছা, জেলা- যশোর, নাছিমা খাতুন (২৮), থানা- ঝিকরগাছা, জেলা- যশোর, জাহিদা বেগম (৩২), রিহান (৮) লাবনী খাতুন (১৩), উভয়ের থানা- ঝিকরগাছা, জেলা- যশোর, তানজীলা বেগম, (৩৬) থানা- মোল্লাহাট, জেলা- বাগেরহাট, বকুল বেগম (৪০), থানা- ফুলতলা, জেলা- খুলনা, জাহানারা খাতুন (৩৮), থানা- মনিরামপুর, জেলা- যশোর, সালমা খাতুন (৩৫), থানা- মনিরামপুর, জেলা- যশোর, সোহাগী (২৭), থানা- আমতলী, জেলাঃ বরগুনা।

৫৮ বিজিবির সহকারী পরিচালক তাসলিম মোঃ তারেক জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আমারসংবাদ/কেএস