Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

আলু পরিচর্যায় ব্যস্ত সিরাজদীখানের কৃষকরা

সাইফুল ইসলাম, সিরাজদীখান (মুন্সীগঞ্জ)

জানুয়ারি ২৫, ২০২২, ১১:১০ এএম


আলু পরিচর্যায় ব্যস্ত সিরাজদীখানের কৃষকরা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নতুন স্বপ্ন মনে ধারণ করে আলুর জমির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষককুল। এ উপজেলায় প্রধান অর্থকরী ফসল হচ্ছে আলু। সে স্বপ্ন বাস্তবায়নের রূপ দিতে মাঠে (আলুর জমি) কাজ করছেন তারা।

কৃষকেরা বলছে, মৌসুমের শুরুতে টানা বৃষ্টির কারণে রোপণকৃত আলুর জমি ক্ষতি হয়েছে। সেটা পুশিয়ে নেয়ার জন্যে দ্বিতীয়বার আলু রোপণ করে সেই আলুর জমি পরিচর্যা করছেন তারা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে সরেজমিনে দেখা যায়, উপজেলার বয়রাগাদী ইউনিয়নের আলুর জমিগুলোতে সেচ (পানি) দিচ্ছে, অনেকেই আগাছা পরিষ্কার এবং কীটনাশক প্রয়োগ করছে। সব মিলিয়ে তারা আলু গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার ৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে মৌসুমের শুরুতে টানা বৃষ্টিতে প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমি জলাবদ্ধতা সৃষ্ঠি হয়ে নষ্ট হয়েছে। এবার ৯ হাজার ১৫০ হেক্টর জমিতে আলু আবাদ হয়।

গোবরদী গ্রামের কৃষক মো. ইয়াসিন বলেন, আমি এবার ৮৪০ শতাংশ জমিতে আলু রোপণ করছিলাম। আমার প্রায় ৯ লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। টানা বৃষ্টির কারণে আমার অনেক জমি পানিতে তলিয়ে গেছে। 

এতে আমার ৬ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। দ্বিতীয়বারের মতো আবার আলু বুনছি। এতে অনেক টাকার মতো খরচ হয়েছে। সেই টাকা উঠবে কিনা সেটা জানি না,আল্লাহ ভালো জানেন। 

তবে এখন পর্যন্ত আলুর গাছ ভালো দেখা যাচ্ছে, সেজন্যই আলু গাছের পরিচর্যা করছি, যাতে করে ফলন ভালো হয়। ফলন ভালো হলে বিক্রি করে যাতে করে লোকসান পোষাতে পারি, সে স্বপ্ন নিয়ে কাজ করছি।

আরেকজন কৃষক মো. ইব্রাহিম বলেন, আমার প্রায় ২৭ কানি জমি আলু নষ্ট হয়েছে। এতে প্রায় আমার ৩৬-৩৭ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। 

তারপরও নতুন করে আবার আলু রোপণ করেছি। সে আলু গাছের পরিচর্যা করছি। জানিনা এবার ফলন কেমন হবে, তবে এখন পর্যন্ত গাছ ভালো দেখা যাচ্ছে। যদি শীত একটু বেশি দিন থাকে, তবে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার জানান, এবার মৌসুমের শুরুতে কৃষকদের যে একটা ধাক্কা গেল, তারপরও তারা নতুন করে আলু রোপণ করছে, সে আলু গাছের পরিচর্যা করছে তারা। তবে এখন পর্যন্ত আলু গাছ খুব সুন্দর দেখা যাচ্ছে। ফলন আশানুরূপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

 আমারসংবাদ/এআই