Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫,

বঙ্গবন্ধুর সমাধিতে ইতালী আ.লীগ নেতৃবৃ‌ন্দের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২২, ১১:২০ এএম


বঙ্গবন্ধুর সমাধিতে ইতালী আ.লীগ নেতৃবৃ‌ন্দের শ্রদ্ধা

গোপালগ‌ঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইতালী আওয়ামী লী‌গের নব নির্বা‌চিত ক‌মি‌টির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকে‌লে ইতালী আওয়ামী লী‌গের সভাপ‌তি মোঃ মাহাতাব হো‌সেন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হো‌সে‌নের নেতৃ‌ত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪ নেতা ও ১৯৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।

এসময় স‌ম্মেলন প্রস্তুত ক‌মি‌টির আহবায়ক মোঃ আবু সাঈদ খান, ছাত্রলীগ নেতা মুন্নাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/এআই