Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

রাউজানে ন্যাশনাল পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি 

জানুয়ারি ২৫, ২০২২, ০৩:০৫ পিএম


রাউজানে ন্যাশনাল পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ন্যাশনাল পোর্টাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে এসপায়ার টু ইনোভেটরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয় রাউজান উপজেলা সম্মেলন কক্ষে। 

রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন-এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মাদ হুমায়ুন কবীর, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বক্তব্য রাখেন। 

কর্মশালায় উপস্থিত ছিলেন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোহাম্মদ কায়সার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল আলম দীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সমাজ সেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভা কর, মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা আক্তার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

কর্মশালায় ন্যাশনাল কনসালটেন্ট মাসরুর মোহাম্মদ শান্ত প্রশিক্ষন প্রদান করেন।