Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫,

সুবর্ণচরে আগুনে ১৮ দোকান ভস্মীভূত, ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি 

সুবর্ণচর প্রতিনিধি:  

ফেব্রুয়ারি ৫, ২০২২, ০৫:২৫ পিএম


সুবর্ণচরে আগুনে ১৮ দোকান ভস্মীভূত, ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী থানার হাট বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১৮টি দোকান ভস্মীভূত হয়ে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷ 

শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ৬টার সময় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ১ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

ক্ষতিগ্রস্তরা হলেন- মোস্তফা কামাল জুয়েল মেম্বারের অফিস, পড়শী ইলেকট্রনিক্স, নাছির ট্রেডার্স এন্ড শাহ আমান পোল্ট্রি ফিড, মাইন উদ্দিন স্টোর, সেলিম সাইকেল মার্ট, লিজা টেলিকম, সিরাজ টেলিকম, জসিম ক্রোকারিজ, শাকিব স্টোর, রাফসান বস্ত্র বিতান, আয়েশা ক্লথ স্টোর, রকি বস্ত্র বিতান, রাশেদ টেলিকম, সাজলিয়া বস্ত্র বিতান, আল মামুন ইলেকট্রনিক্স, মাহি বস্ত্র বিতান, শাহেদ ট্রেইলার্স ও সোহান টেলিকম। 

সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের সহকারী অফিসার দেলোয়ার হোসেন এসময় দৈনিক আমার সংবাদকে জানান, প্রাথমিক তথ্য মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, খবর পাওয়ার সাথে সাথে দৈনিক আমার সংবাদ ও গ্লোবাল টেলিভিশনের সুবর্ণচর প্রতিনিধি আরিফ সবুজের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। তবে কয়েকটি দোকানে গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ১৭/১৮টি দোকান পুড়ে গেছে।  

এসময় সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা, সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, ইউপি চেয়ারম্যান ডাক্তার আব্দুল মান্নান ও সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

দৈনিক আমার সংবাদকে এসময় প্রশাসনিক কর্মকর্তারা পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে বলে জানিয়েছেন। 

আমারসংবাদ/এমএস