নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০২:৪৫ পিএম
ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার ছোট বোন রিক্তা ইসলামকে সভাপতি ও মৌসুমী আক্তার বুবলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে একজনকে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ৪ জনকে সহ সভাপতি করা হয়েছে। এছাড়া ৫ জনকে যুগ্ন সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির গঠনতন্ত্র অনুসরণ করে বাকী সবাইকে পর্যায়ক্রমে কমিটির বিভিন্ন পদে রাখা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) ফরিদপুর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রুখশানা আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নগরকান্দা উপজেলা যুব মহিলা লীগের এ কমিটি কমিটি অনুমোদন দেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা যুব মহিলা লীগের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নগরকান্দা উপজেলা শাখার পূর্বের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ২১ সদস্যবিশিষ্ট কমিটি ১৯ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ২ বছরের জন্য অনুমোদন দেওয়া হলো।
নব গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি ডা: সোনিয়া ওয়াহিদ, সাহানা পারভীন মনিরা, বিউটি আক্তার, সুমি জাহাঙ্গীর। যুগ্ন সাধারণ সম্পাদক- মেহরিন শেখ অয়নিকা, রাবেয়া আক্তার বৃষ্টি, কাকলী দাস, রাশিদা বেগম। সহ-সাধারণ সম্পাদক সাজেদা বেগম, সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল কুবরা শাপলা, সহ-যুগ্ম সম্পাদক নাজমা আক্তার, প্রচার সম্পাদক তুলি আক্তার, প্রচার সম্পাদক রাজিয়া আক্তার, সমাজসেবা বিষয়ক সম্পাদক মনিরা আক্তার, উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক খুকু মনি, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক রুমা বেগম, উপ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক নাজমা সুলতানা।
অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করতে উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সহযোগীতা কামনা করেছেন।
আমারসংবাদ/এমএস