Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মাগুরায় জেলা ছাত্রলীগের সভাপতি পদে ১৮, সম্পাদক পদে ৬২ প্রার্থী 

মিরাজ আহমেদ, মাগুরা

মার্চ ১৫, ২০২২, ১০:১০ এএম


মাগুরায় জেলা ছাত্রলীগের সভাপতি পদে ১৮, সম্পাদক পদে ৬২ প্রার্থী 

আনুমানিক পাঁচ বছর শেষে অনুষ্ঠিত হয়েছে মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলন। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০ ঘটিকায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলন। 

এ সময় ছাত্রলীগের সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আল নাহিয়ান খান জয়, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। 

প্রধান অতিথি হিসেবে আছেন, এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি, প্রধান বক্তা ছিলেন লেখক ভট্টাচার্য সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এ্যাড. শ্রী বীরেন শিকদার এমপি। আবু নাসের ভাবলু চেয়ারম্যান উপজেলা পরিষদ, খুরশীদ হায়দার টুটুল সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী লীগ ও মেয়র মাগুরা পৌরসভা। আ ফ ম আব্দুল ফাতাহ সভাপতি মাগুরা জেলা আওয়ামী লীগ, পঙ্কজ কুমার কুন্ড। এ ছাড়াও সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন, শওকতুজ্জান সৈকত, বেনজির হোসেন নিশি, সৈয়দ ইমাম বাকের, আপেল মাহমুদ, দেবাশীষ শিকদার সিদ্ধার্থ এবং মীর সাব্বির। 

বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখা সম্মেলন-২০২২ সভাপতিত্ব করেন সাবেক মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সঞ্চলনায় ছিলেন মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা। 

বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখা সম্মেলন ২০২২ -মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি পদে ১৮, সম্পাদক পদে ৬২ প্রার্থী রয়েছেন বলে জানা যায়। 

মাগুরা জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা জানান, আজ১৫ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের মাগুরা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে সম্মেলনকে সামনে রেখে গত ৯ মার্চ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 

সম্মেলনকে ঘিরে তরুণ ছাত্রলীগ কর্মীদের মাঝে নানান উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সভাপতি-সম্পাদক পদে গত১০ মার্চ ছিল কর্মীদের জীবন-বৃত্তান্ত জমা দেয়ার শেষ দিন। এতে সভাপতি পদে ১৮ জন ও সাধারণ সম্পাদক পদে ৬২ জন ছাত্রলীগ কর্মী তাদের জীবন-বৃত্তান্ত জমা দিয়েছেন। 

মঙ্গলবার ১৫ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী দপ্তর যাচাই-বাছাই শেষে নেতা নির্বাচন করবেন। 

আমারসংবাদ/কেএস