Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

২০১৪ সালে ইউটিউবে শীর্ষে "স্পাইডার ডগ"

ডিসেম্বর ১২, ২০১৪, ১২:৪০ পিএম


২০১৪ সালে ইউটিউবে শীর্ষে

   ২০১৪ সালে ইউটিউবে সবচেয়ে বেশিবার যে বিডিওটি  দেখা হয়েছে সেটি মাকড়সার ছদ্মবেশধারী একটি কুকুরের।

পোল্যান্ডের একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের স্বল্পদৈর্ঘ্যের ভয়ের ছবিতে মাকড়সার পোশাকে এই কুকুরটিকে দেখানো হয়।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, টারানটুলার কস্টিউমে কুকুরের এই ভিডিওটি ইউটিউবে  এ বছর ট্রেন্ডিং ভিডিও হিসেবে নির্বাচিত হয়েছে। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইউটিউবের তথ্য অনুযায়ী, মিউট্যান্ট জায়ান্ট স্পাইডার ডগ নামের এই ভিডিওটি সেপ্টেম্বর মাসে উন্মুক্ত করে পোল্যান্ডের ওই প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত ১১ কোটি ৪১ লাখ ৫০ হাজার বারের বেশি ভিডিওটি দেখা হয়েছে। এটি এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে আলোচিত ও শেয়ার হওয়া ভিডিও।