Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ক্যান্সার শনাক্ত করবে কুকুর!

এপ্রিল ১২, ২০১৫, ০৩:০৬ পিএম


ক্যান্সার শনাক্ত করবে কুকুর!

 সারাবিশ্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দাগিরির কাজে কুকুরের সুনামের কথা আমরা সবাই জানি। বিভিন্ন ক্ষেত্রে কুকুর তার মনিবের প্রতি শ্রদ্ধার পরিচয় দিয়েছে। এবার জানা গেল ক্যান্সার শনাক্তের কাজেও পারদর্শী কুকুর! মানুষের প্রস্টেট (মূত্রনালী) ক্যান্সার শনাক্তে ৯০ শতাংশ সফলতার প্রমাণ দিয়েছে দুটি কুকুর।
 
ইতালির গবেষকরা জানিয়েছেন, মানুষের প্রস্টেট ক্যান্সার শনাক্ত করতে পারে কুকুর। জার্নাল অব ইউরোলজিতে এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষকরা জানিয়েছেন, তারা দুটি জার্মান শেপহার্ডকে ক্যান্সার শনাক্তের প্রশিক্ষণ দিয়েছেন এবং তারা এক্ষেত্রে শতকরা ৯০ ভাগ সফল হয়েছেন। এক্ষেত্রে মানুষের প্রস্রাবের নমুনা নিয়ে তা প্রক্রিয়াজাত করা রাসায়নিক উপাদান কুকুরকে শুঁকতে দেয়া হয়। দুটি নারী কুকুর দিয়ে গবেষণা কাজটি চালানো হয়। গবেষকরা ৯শ’ মানুষের প্রস্রাবের নমুনা সংগ্রহ করেন যাদের মধ্যে ৩৬০ জন প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত এবং ৫৪০ জনের নেই। ইতালির মিলানের হিউম্যানিটাস ক্লিনিক্যাল অ্যান্ড রিসার্স সেন্টার এবং অন্যান্য প্রতিষ্ঠানের গবেষকরা এ তথ্য স্বীকার করেছেন এবং কুকুরকে আরো ভালভাবে কাজে লাগানোর উপায় খুঁজছেন। -গার্ডিয়ান