Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

এসএমএসের জনক মাটি ম্যাকনেন আর নেই

জুলাই ১, ২০১৫, ০১:৫৩ পিএম


এসএমএসের জনক মাটি ম্যাকনেন আর নেই

   প্রয়াত হলেন মাটি ম্যাকনেন। সারা বিশ্বে টেক্সট মেসেজ জনপ্রিয় হয়েছিল মাটি ম্যাকনেনের হাত ধরে। দুনিয়া তাকে চিনত এসএমএসের জনক হিসেবেই।

২০১২ সালে বিবিসি নিউজকে দেওয়া এক এসএমএস ইন্টারভিউতে মাটি জানিয়েছিলেন, তিনি মনে করেন যে কোনও ভাবেই হোক না কেন সারা বিশ্বে চিরকাল টেক্সট মেসেজের প্রয়োজন থাকবেই।

প্রথম এসএমএসের ২০তম বার্ষিকীতে ম্যাকনেন জানান, তিনি একা নন, এসএমএস জনপ্রিয় করতে নোকিয়ার ভূমিকা ছিল অনস্বীকার্য। বলেন, "নোকিয়া যখন ১৯৯৪ সালে প্রথম নোকিয়া ২০১০ ফোনটি লঞ্চ করে তখন থেকেই জনপ্রিয়তা পায় এসএমএস।"

ফিনিশ টেলিকম গ্রুপ ফিনেস্ট অ্যাসোসিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর জারমো ম্যাটিলাইনেন জানান, "খুবই দুঃখের খবর। কিছুদিনের মধ্যেই অবসর নিতেন মাটি। ওনার আরও বেশ কিছুদিন জীবন উপভোগ উচিত্ ছিল। উনি সবসময় এসএমএস ও থ্রি জি নেটওয়ার্ক নিয়ে কথা বলতে ভালবাসতেন।"